নন্দীগ্রামে পৌর আওয়ামী লীগের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

🕧Published on:

নন্দীগ্রামে পৌর আওয়ামী লীগের ৪৮ ঘন্টার আল্টিমেটাম



নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেন ও বিএনপি নেতাকর্মীদের অশালীন ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পৌর আওয়ামী লীগ। 

ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার দুপুরে পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল হাকিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু কন্যা, বিশ^খ্যাত নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, দেশরত্ন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উপজেলার বিভিন্ন সভা-সমাবেশে বিএনপির সাংসদ মোশারফ হোসেন ও তার নেতাকর্মীরা আপত্তিকর মন্তব্য করেছেন। 


৪৮ ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার করা না হলে পৌর আওয়ামী লীগ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে। 

নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র শাহেরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিএনপির সংসদ সদস্য ও তার কর্মীরা ধৃষ্টতা দেখিয়েছেন। আল্টিমেটাম দেওয়া হয়েছে, বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।  

এ বিষয়ে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোশারফ হোসেনের মন্তব্য পাওয়া যায়নি। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।