রাঙ্গুনিয়া প্রেসক্লাবের বাৎসরিক আনন্দ সম্মিলন অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
রাঙ্গুনিয়া প্রেসক্লাবের বাৎসরিক আনন্দ সম্মিলন অনুষ্ঠিত



: “সুস্থ দেহ সুন্দর মন, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের আনন্দ সম্মিলন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠিত হলো রাঙ্গুনিয়া প্রেসক্লাবের বাৎসরিক আনন্দ সম্মিলন।


কাপ্তাই লেক, পাহাড়, নীল আকাশের মহামিলন ও সবুজ পত্রপল্লবীর সমাহার প্রাণে জাগিয়ে তুলবে নতুন উচ্ছ্বাস। লেকের জলরাশি ও মৃদু ঢেউ নবমাত্রা যোগ করবে এ মহা আনন্দে। সকলের সাথে সবার, একে অপরের সাথে প্রেমময় সুসম্পর্ক ও ভাতৃত্ববোধ জাগিয়ে তুলবে, জীবনে আনবে রঙ্গিন রূপবৈচিত্র।


রাঙ্গামাটির বিলাইছড়ির নীলাদ্রি রিসোর্টে ২৩ মার্চ ২০২২ (বুধবার) অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের বাৎসরিক আনন্দ সম্মিলন। এ মহামিলনে সকলে ভাগাভাগি করে নেয় বিগত বছরের সকল সুখ দুঃখ।


রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার বলেন, আনন্দ উৎসবে পুলকিত হবে দেহ মন, সবাই নব উদ্যমে নবচেতনায় ফিরে পাবে নতুন অস্তিত্ব, সকলে মুখিয়ে থাকে এ উৎসবে শামিল হতে। তিনি সকলের সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করেন।


সম্মিলনে অনেকের সাথে আরো যারা যোগ দিয়েছেন, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি আকাশ আহমেদ, সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ নাছির, মো ইলিয়াছ, নুরুল আবছার চৌধুরী, আব্বাস হোসাইন আফতাব, শান্তি চাকমা, শেলু কোরেশী,জগলুল হুদা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,অর্ণব মল্লিক, মো তৈয়্যব, আশেক এলাহী, মোয়াজ্জেম কায়সার,জাহেদুল ইসলাম আরিফ, রাতুল বৈদ্য, জাহেদ হাছান তালুকদার।


পাহাড়, নদী সবুজে ঘেরা এ জনপদে নৌভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বহুগুন বাড়িয়ে দিবে এ আনন্দ আয়োজনে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top