বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চলচ্চিত্র শিল্পী সমিতির পুষ্পস্তবক অর্পণ
মাসুদুর রহমান : বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শিল্পীরা।
১৭ মার্চ বৃহস্পতিবার সকালে সংগঠনটির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুন আক্তারের নেতৃত্বে ধানমন্ডি-৩২ নম্বরে দুপুর সাড়ে ১২ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় চিত্র নায়ক রিয়াজ, চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক শাহনুর, সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, কার্যকরী সদস্য জেসমিন, প্রতিবেদক মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু সহ অন্য শহীদদের এবং দেশের জন্য জীবন দেওয়া সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তারা।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।