নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার নন্দীগ্রাম সদরের স্থানীয় বাসস্ট্যান্ডে ক্যাফে এফএনএফ চাইনিজ রেস্টুরেন্টে ইফতারপূর্বে আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মুকুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সহ সভাপতি জুলফিকার আলী ভূট্রো, সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক, যুগ্ম সম্পাদক আকতার হোসেন দুলাল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, অর্থ সম্পাদক আব্দুল হাকিম, সাংবাদিক মো. নাজির হোসেন, নুর মোহাম্মদ বাদশা, সাখাওয়াত হোসেন হানিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার রায়, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।