কাজিপুরে ভ্যান চালক হোসেনের খুনি সালাম: স্বীকারোক্তিমূলক জবানবন্দি

🕧Published on:

কাজিপুরে ভ্যান চালক হোসেনের খুনি সালাম: স্বীকারোক্তিমূলক জবানবন্দি



 : সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি উত্তরপাড়ায় ভ্যানচালক হোসেন আলীকে খুনের কথা স্বীকার করেছেন আরেক ভ্যানচালক আব্দুস সালাম। কাজিপুর থানা পুলিশ সোমবার রাতে সালামকে আটক করে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠান। সেখানে হোসেন আলীকে খুনের কথা তিনি বিচারকের নিকট স্বীকার করেছেন। 


  কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, নিজের মেয়ের ইজ্জত নিতে দেখেই তিনি রাগের মাথায় হোসেনকে ছুরিকাঘাত করে খুন করেন।পেরে আদালত তাকে জেলহাজতে পাঠান। 

 উল্লেখ্য গত ২৭ মার্চ গভির রাতে উপজেলার রৌহাবাড়ী উত্তরপাড়ায় ভ্যানচালক আব্দুস সালামের ঘরে খুন হন একই গ্রামের দক্ষিন পাড়ার আরেক ভানচালক ও চাল ব্যবসায়ী হোসেন আলী। এই ঘটনায় থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে সালামের স্ত্রী রুবি খাতুন(৪৫)মেয়ে রাহা খাতুন(২৫)ও জেসমিন খাতুন(২৩)কে থানায় নিয়ে যায়। তখন থেকে সালাম পলাতম ছিলেন। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।