কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরের বানিয়াজান খাল খনন কাজের শুভ উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
শুক্রবার দুপুরে উপজেলার সোনামুখি ইউনিয়নের রশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সোনামুখী ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এমপি জয়। তিনি বলেন, এক টুকরো জমিও অনাবাদি রাখা যাবে না। বছরের পর বছর খাল ভরাট হয়ে জলাবদ্ধতার কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল। সেই কষ্টের অবসানকল্পেই খাল খনন কাজ শুরু করা হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, বিএ ডিসি সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাজুদ আলম,
উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু সোনামুখি ইউনিয়ন আঃলীগের সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সোনামুখি ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান আলী, বিএ ডিসির সহকারী প্রকৌশলী এস এম মিজানুর রহমান,আমিনা মনসুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা আঃলীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, কাজিপুর কৃষি ও সেচ সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান খোকা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা, সম্পাদক আমিনুল ইসলাম সহ ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।