নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

🕧Published on:

নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার



 : বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- পৌর শহরের কলেজপাড়ার নুরুল ইসলামের ছেলে ইমরান শেখ বিপ্লব (৪২) ও উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আরিফুল ইসলাম (৩৪)। 


থানা পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে মাদক বিরোধী অভিযানে পৌরসভার ওমরপুর বাজার এলাকা থেকে ১০পিস অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি শেখ বিপ্লবকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। 

একই রাতে পৃথক অভিযানে থালতা-মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রাম এলাকা থেকে ১০পিস ইয়াবাসহ আরিফুলকে গ্রেফতার করা হয়। 

নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।