জামালপুরে টিআইবি’র প্যাকটা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত
নূরুজ্জামান খান : জামালপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির প্যাকটা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর এই সভা আয়োজন করে।
সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, পৌর মেয়র ছানোয়ার হোসেন, জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, টিআইবির কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দুর্নীতিই সকল উন্নয়নের প্রধান বাধা। দুর্নীতিকে প্রশ্রয় দিলে কখনই দুর্নীতি বন্ধ করা যাবে না, তাই দুর্নীতি প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে।
টিআইবির নতুন প্রকল্প দুর্নীতি হ্রাস করতে ও জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে বিশেষ ভুমিকা রাখবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।