বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আকতার হোসেন।
![]() |
| বকশীগঞ্জে বিএনপিতে যোগ দিলেন উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি! |
গত বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার বগারচর ইউনিয়নের আলীর পাড়া গ্রামে বিএনপির নির্বাচনী সভায় তিনি বিএনপির এমপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।
আকতার হোসেন দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন।
তাঁর বাড়ি বগারচর ইউনিয়নের মোরারপাড়া গ্রামে।
বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত নবযোগদানকৃত আকতার হোসেনকে স্বাগত জানান।
নির্বাচনী সভায় বিএনপিতে যোগদান করা আকতার হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতি করেছি। আমি আজ থেকে জিয়ার আদর্শ নিয়ে বিএনপির রাজনীতি শুরু করলাম। তাই তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান।
নির্বাচনী সভায় সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল লিচুর সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক এমপি মিল্লাতের বড় ছেলে সৌরভ জামান, ছোট ছেলে শাহাদাত বিন জামান শোভন, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন জুয়েল সহ প্রায় ৩ হাজার মানুষ ও দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন

আবদুর রউফ তালুকদারকে বিজয়ী করার আহবান চরমোনাই পীর রেজাউল করিমের!

বিএনপির জয় হলে ধানুয়া কামালপুরে ইমিগ্রেশন চালু করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জে টিআর কাবিখা কাবিটার ৫ কোটি টাকার প্রকল্পে লুটপাট: কাগজে আছে, বাস্তবে নেই

বকশীগঞ্জে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।