উল্লাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
🕧Published on:
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও শিশু প্রতিযোগিতা-২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কবিতা আবৃত্তি, হামদ-নাত, ছড়া গান, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, ভাব সংগীত, লোকসংগীত, উচ্চাঙ্গ সংগীত, তবলা, নৃত্য ও রচনা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রত্যেক বিষয়ে একজন করে প্রতিযোগিকে বাছাই করে জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মনিরুজ্জামান খাঁন, শিক্ষক কল্যাণ ভৌমিক, সুলতানা আফরোজ রিতা, শলকী রানী সরকার, গুলশান আরা পারভীন ও মোঃ জামাল উদ্দিন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।