রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৮৭ ইউক্রেনীয় সেনা নিহত

S M Ashraful Azom
0
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৮৭ ইউক্রেনীয় সেনা নিহত



: ইউক্রেনের উত্তর এলাকার একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটির সেনা ছাউনিতে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৮৭ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। একে ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত সবথেকে ভায়াবহ সামরিক ক্ষতি বলে বর্ণনা করেছে কিয়েভ।


সোমবার (২৩ মে) রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দেসনা এলাকায় ওই হামলা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আইরিশ টাইমস।


মস্কো থেকে এ সময় বলা হয়, তাদের একটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একটি সেনা প্রশিক্ষণ ঘাঁটিতে আঘাত হেনেছে। গত মার্চে পশ্চিমের ইয়ারাভিভ অঞ্চলে ইউক্রেন সেনাবাহিনীর অন্য একটি প্রশিক্ষণ ঘাঁটিতে একই ধরনের হামলা চালিয়েছিল রাশিয়া। তবে সেবারের তুলনায় এবার হতাহতের পরিমাণ দ্বিগুণের বেশি।


দেসনায় হামলার বিষয়ে ভিডিও লিংকে এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘‘দেসনায় আজ আমরা কাজ শেষ করেছি। বিদ্রোহী নিয়ন্ত্রিত দেসনায় ৮৭ জন নিহত হয়েছেন। সাতাশি জন সেনা।


“বিশ্ব ইতিহাস একটি বাঁক বদলের মোড়ে দাঁড়িয়ে... এটি সত্যিই সেই মুহূর্ত যখন সিদ্ধান্ত নিতে হবে যে, পাশবিক শক্তি বিশ্বকে শাসন করবে কিনা।”সুইজারল্যান্ডের দাভোসে ব্যবসায়ী নেতাদের একটি সমাবেশে দেওয়া ওই বক্তৃতায় জেলেনস্কি রাশিয়ার উপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের অনুরোধও জানান।


গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এই তিন মাসে রাশিয়ার পরিকল্পনা এবং যুদ্ধের বাস্তব অবস্থার মধ্যে বিস্তর ফারাক দেখা গেছে। ইউক্রেনের সেনাবাহিনী ধারণার চেয়ে বেশি প্রতিরোধ গড়ে তুলেছে। তারপরও বলতে হবে, এখন পর্যন্ত যুদ্ধে রাশিয়াই এগিয়ে আছে এবং পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি না থাকলেও ধীরে ধীরে তারা ইউক্রেনের এক একটি অঞ্চল দখল করে নিচ্ছে।


যুদ্ধের ময়দানের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে কিয়েভ দাবি করেছে, তারা পূর্বাঞ্চলীয় নগরী সিভিয়েরোডোনেটস্কে রাশিয়ার একটি আক্রমণ প্রতিহত করেছে। গত সপ্তাহে মারিউপোল দখলের পর রুশ সেনাদের আক্রমণের প্রধান লক্ষ্য হয়ে ওঠে ওই নগরীটি।


তিন মাস অবরুদ্ধ করে রাখার পর গত সপ্তাহে মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ পায় রাশিয়া। কিন্তু ইউক্রেনের কয়েকটি অঞ্চলে তাদের পিছু হটার খবর পাওয়া গেছে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top