উল্লাপাড়ায় দূর্গানগরের কবরস্থানকে আলোকিত করলেন পৌর মেয়র
🕧Published on:
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বাবলাপাড়া কবরস্থানে ১০ টি বৈদ্যুতিক এর্নাজি বাল্ব স্থাপন করে আলোকিত করলেন পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম। বুধবার বাদ মাগরিব উপজেলার বাবলাপাড়া কবরস্থানে লাইটের সুইচ জ্বালিয়ে উদ্বোধন করেন মেয়র। এ সময় শত শত মানুষ উচ্ছ্বাসে মেতে ওঠেন আলোকিত কবরস্থান দেখে।
উপস্থিত জনতা এ সময় আনন্দ প্রকাশ করে এ প্রতিবেদককে বলেন, অনেক সমাজ সেবক নির্বাচিত হয়েছে কিন্তু অবহেলিত ইসলামি প্রতিষ্ঠানগুলোর প্রতি কোন নজর দেননি। উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম তার ব্যতিক্রম। তার মতো সুসংগঠিত নেতা খুব কমই আছে। আধুনিক নেতৃত্বের সকল গুণাবলী রয়েছে মেয়র নজরুলের মধ্যে। তিনি ধর্মপ্রাণ মুসলমানের কাছে যেমন জনপ্রিয় হয়ে উঠেছেন, তেমনি অন্য ধর্মালম্বীদের কাছেও একজন পছন্দের নেতৃত্ব। পৌরসভা সহ সারা উপজেলায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তার সুনাম ও জনপ্রিয়তা।
মেয়র এস এম নজরুল ইসলাম বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের উন্নয়নই হোক দেশ উন্নয়নের হাতিয়ার।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।