দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগের ফলাফল শিগগিরই : মহাপরিচালক
সেবা ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে, দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
শনিবার (২৮ মে) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কাজ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ফল তৈরি হয়ে গেলে বুয়েট কর্তৃপক্ষই সেটি আপলোড করে। আমরা ফলাফল অধিদপ্তরে নিয়ে আসি না। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।
কবে নাগাদ দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে— এমন প্রশ্নের জবাবে আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম আরও বলেন, দেখুব এটি বলা মুশকিল। কেননা ফল তৈরির বিষয়টি আমাদের হাতে নেই। এটি বুয়েট দেখে। যেদিন ফল তৈরির কাজ শেষ হবে সেদিনই ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে ১৩ লাখের বেশি প্রার্থী আবেদন করেছেন। গত ২০ মে ২৯ জেলায় দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে ৬ লাখ প্রার্থী অংশগ্রহণ করেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।