মেলান্দহে নারীকে গলাকেটে হত্যা \ দুই জন গ্রেপ্তার

🕧Published on:

মেলান্দহে নারীকে গলাকেটে হত্যা \ দুই জন গ্রেপ্তার



 : জামালপুরের মেলান্দহে বিনা আক্তার (২৩)কে গলাকেটে হত্যার ঘটনায় আটক দুইজনকে কোর্টে চালান দিয়েছে। ১১ মে ভোরে শ্যামপুর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করে। রাতেই নিহত বিনা আক্তারের মাতা হাজেরা বেওয়া বাদি হয়ে অজ্ঞাত আসামী করে মেলান্দহ থানার হত্যা মামলা দায়ের করেন।

অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম জানান-হত্যাকান্ডের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত বিনা আক্তারের খালাতো ভাই সাইদুর রহমান (২৫) এবং মামাতো ভাই মিজানুর রহমান (২৬)কে পুলিশ হেফাজতে নেয়া হয়। তাদের কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হওয়ায় পরদিন কোর্টে চালান দেয়া হয়েছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজনে রিমান্ড চাওয়া হয়েছে।

স্থানীয়দের মাঝে প্রশ্ন-১০ মে দিবাগত রাতে বিনা আক্তারের খালাতো ভাই দেলোয়ার হোসেনের ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ১ টার দিকে বাড়ির দু’শ গজের মধ্যে কিভাবে হত্যাকান্ড ঘটলো? নিহতের স্বজনদের অভিযোগ প্রতিবেশি লাল শেখ গংদের সাথে তাদের জমিসংক্রান্ত বিরোধ ছিল। তারাই বিনাকে হত্যা করেছে বলে প্রচার করে। হত্যার মুটিভ উদঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডি-পিবিআইও ছায়া তদন্ত করছেন। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।