উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ির
🕧Published on:
উল্লাপাড়া প্রতিনিধি : বগুড়া - নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক যুবক। বৃহস্পতিবার বিকেলে এ সড়ক দুর্ঘটনা সংগঠিত ঘটনা হয়। নিহত সুশান্ত কুমার সাহা জগাই (৪২) উল্লাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের ঘোষগাতী মহল্লার সুশীল কুমার সাহার ছেলে।
এলাকার প্রত্যক্ষদর্শিরা জানান, ব্যবসায়িক কাজের জন্য নিজস্ব মোটরবাইক নিয়ে সলঙ্গায় যাওয়ার পথে উল্লাপাড়া শহরের পূর্ব দেলুয়া উত্তরপাড়া নামক স্থানে আনুমানিক ৩.৫০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা নিঝুম পরিবহন নামে এক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জগাই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায।
হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটিরত পুলিশ কর্মকর্তারা জানান, মহাসড়কে বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের আরোহী ঘটনাস্থলেই নিহত হন। বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। বাস উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।