পদ্মা সেতু উদ্বোধন টিভি স্কিনে দেখে আনন্দ উৎসব
🕧Published on:
মাহবুবুর রহমান জিলানী : পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়। কোটি মানুষের স্বপ্ন বাস্তবেই ধরা দিয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করেন। সেই স্বপ্নের পদ্মা সেতুর জমকালো উদ্বোধন উপলক্ষে টঙ্গীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম রুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দেখানো হয়েছে টিভি স্কিনে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান শুরু থেকে শেষ অবধি পযর্ন্ত। গুরুত্বসহকারে শুনা হয় স্বপ্নে পদ্মা সেতু বিনির্মাণের কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভাষণ।
টিভি স্কিনে দেখানো পুরো অনুষ্ঠানটি শিক্ষক ও শিক্ষার্থীরা উপভোগ করে আনন্দ প্রকাশ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমান মামুন।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান রানা,আব্দুস সাত্তার, আমান উল্লাহ প্রমুখ।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।