উল্লাপাড়ায় ড্রেনেজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
🕧Published on:
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর সভার ৫নং ওয়ার্ডে ড্রেনেজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার সকালে ঘোষগাঁতী মহল্লার চৌরাস্তা মোড় হতে কিচেন মার্কেট হয়ে পাট বন্দর ফুলজোড় নদী পর্যন্ত ২৩১ মিটার এই ড্রেনেজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন উল্লাপাড়া পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌর সভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র (১) এস. এম আমিরুল ইসলাম আরজু, কাউন্সিলর ও প্যানেল মেয়র (২) মোঃ রেজাউল করিম, পৌর প্রকৌশলী সাফিউল কবির, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন হোসেন, ওয়াল্ড ব্যাংক প্রতিনিধি সহ স্থানীয় পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকল্পটি প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মান করা হচ্ছে বলে পৌরসভার প্রকৌশলী বিভাগ সুত্রে জানা গেছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।