গৃহহীন মানুষকে ঘর দেওয়া প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প
🕧Published on:
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি বলেছেন, গৃহহীন মানুষকে ঘর দেওয়ার প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো- দেশে কেউ ভূমিহীন, গৃহহীন থাকবে না। যতদিন পর্যন্ত ভূমিহীন ও গৃহহীন থাকবে, ততদিন আমাদের কার্যক্রম চলবে। আমরা শতভাগ মানুষের ভূমি ও গৃহ নিশ্চিত করার লক্ষে কাজ করছি।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা’ উপলক্ষে আজ বুধবার দুপুর ২টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা, বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ।
এতে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আদনান বাবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মুকুল, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, আবুল কালাম আজাদ, সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক, সাংবাদিক মিজানুর রহমান মুকুল, সাখাওয়াত হোসেন হানিফ প্রমূখ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।