লোহাগাড়ায় তৈয়্যব শাহ রহ. ও গাজী আব্দুস সবুর রহ. এর ওরস অনুষ্ঠিত

🕧Published on:

লোহাগাড়ায় তৈয়্যব শাহ রহ. ও গাজী আব্দুস সবুর রহ. এর ওরস অনুষ্ঠিত



: গাউসিয়া কমিটি বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখা ও আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস সবুর সিদ্দীকী রাহঃ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৩০ পারা দরুদ শরীফের রচিয়তা, কুতবে আলম গাউসে দাওরা, খাজায়ে খাজেগান খাজা আব্দুর রহমান চৌহরভী রহঃ, গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্টাতা, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী ﷺ ‘র প্রবর্তক, গাউসে জমান, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, আওলাদে রাসুল ﷺ, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব  শাহ্  (রহঃ)’র সালানা ওরস মোবারক ও  জামেয়ার সাবেক মুদাররিস, মুজাহিদে আহলে সুন্নাত, বিশিষ্ট আলেমেদ্বীন হযরতুল আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস সবুর সিদ্দীকী রাহঃ এর ওফাত বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন মজীদ, খতমে গেয়ারভী শরীফ, খতমে গাউসিয়া শরীফ, মিলাদ-কিয়াম, আলোচনা, জিকির-আযকার, দোয়া-মুনাজাত ও আজিমুশশান মিলাদ মাহফিল” ১১ জিলহজ্ব, সোমবার, লোহাগাড়া পদুয়া ছগিরাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে গাউসিয়া কমিটি লোহাগাড়া উপজেলার সম্মানিত সেক্রেটারি হযরতুল্লামা মুহাম্মদ জসিমুদ্দীন আলকাদেরীর সসভাপতিত্বে অনুষ্টিত হয়েছে ।


এতে প্রধান অতিথি ছিলেন মুফতিয়ে আহলে সুন্নাত, ওস্তাজুল ওলামা, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মান্যবর অধ্যক্ষ হযরতুল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী,প্রধান বক্তা ছিলেন- হযরতুল্লামা মিশকাতুল ইসলাম আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা মুফতি আইয়ুব আলী সাহেব, মাওলানা মঈনুদ্দীন কাদেরী, মাওলানা আব্দুল মজীদ।


প্রধান অতিথি হুজুর কেবলা আল্লামা তৈয়্যব শাহ রাহমাতুল্লাহি আলাইহির বিভিন্ন অবদান উল্লেখ করে বলেন- ইসলামী শিক্ষা ও মূল্যবোধ বিস্তারে, শরিয়ত-তরিকত প্রসারে  হুজুর কেবলার অবদান আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে।  তিনি আরো বলেন-আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস সবুর সিদ্দীকী রাহঃ হুজুর কেবলার মুরিদ , দরবারে সিরিকোট ও সুন্নিয়তের একনিষ্ট খাদেম ছিলেন।

হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ রহঃ এর সুরে তিনি কুরআনে পাক তেলাওয়াত করতেন বিধায় জামেয়ার ছাত্র ওনাকে ক্বারী সাহেব হিসেবে ডাকতেন।

সুন্নিয়ত প্রচার-প্রসারে তিনি অকুতোভয় ছিলেন, বহুবার মুনাফিক-বাতিল-ফিরকার হামলার শিকার হওয়ার পরও সুন্নিয়ত প্রচার-প্রসারে তিনি মর্দে মুজাহিদ ছিলেন বলেই বড়বড় ওলামায়ে কেরাম তাঁকে গাজী হিসেবে ভূষিত করেন।


সুন্নিয়তের আদর্শ প্রচারে তাঁর অক্লান্ত প্রচেষ্টার ফলে আজ লোহাগাড়ায় সুন্নিয়ত ও গাউসিয়া কমিটির কর্মকান্ড বেগবান হয়েছে।

তিনি মাহফিলের আয়োজকদের দোয়া ও মোবারকবাদ জানান।

এতে আরো উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটি লোহাগাড়া উপজেলার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মনির আহমদ সিকদার, প্রফেসর মাওলানা মুস্তাক আহমদ,ছগিরাপাড়া জামে মসজিদের  মাওলানা মাহমুদুল হাসান , বিশিষ্ট  সমাজ সেবক জনাব আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুক, অর্থ-সম্পাদক মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন, মাওলানা তাওহীদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মাওলানা এনামুল হক, মাওলানা এহেসান উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম,সহ-প্রচার সম্পাদক অছিয়র রহমান, হাফেজ মিযানুর রহমান, শাজরিল আওয়াল শিফাইন, আব্দুল্লাহ জাওয়াদ,আফনান,আবু হুরায়রা শাইয়ুন, রিদুয়ান, রাকিব জামেয়ার শিক্ষার্থী জুহাইর ও জাইম প্রমুখ।

পরে সালাতুস সালাম, মিলাদ-কিয়াম ও প্রধান অতিথির দোয়া-মুনাজাত এবং তাবারুকাত বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।