শ্রীবরদীতে শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নূরুজ্জামান খান : শেরপুরের শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশনে আজ বুধবার বিকাল ৪ টায় শিক্ষার গুনগত মানোন্নয়ন বিষয়ক "আলোচনা সভা" অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মোশারফ হোসেন, বিভিন্ন ফাজিল-আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারগণ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থী বিধি মোতাবেক নির্ধারিত সময়ে উপস্থিত ও প্রস্থান, শিক্ষকদের শ্রেণি কক্ষে মোবাইল ব্যবহার এবং শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে মোবাইল নিয়ে আসা নিষিদ্ধ, নিয়মিত অ্যাসেম্বলি ক্লাস ও নীতিবাক্য পাঠকরণ, স্কুল/মাদ্রাসা ইউনিফর্ম নিশ্চিতকরণ, বিদ্যুৎ ঘাটতি কমিয়ে আনতে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনা, শরীরচর্চা ক্লাস প্রতিদিন রুটিনে ক্লাস অন্তর্ভুক্তিসহ সহপাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালনা, অনলাইন এমপিও কার্যক্রম বিষয়ে স্পষ্টিকরণ, প্রতিষ্ঠানে প্রাইভেট পড়ানো নিষিদ্ধ, ইনহাউজ প্রশিক্ষণ, " বীর মুক্তিযোদ্ধাগণের মুখে গল্প শুনি" কার্যক্রম অব্যাহত রাখা, বঙ্গবন্ধু কর্ণার সমৃদ্ধকরণ, বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠানে উদযাপন, ধারাবাহিক মূল্যায়ন বাস্তবায়ন(ক্লাস টেস্ট), আইসিটি ল্যাবের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিতকরণ, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং,বুলিং, নারী নির্যাতন, উপজেলা মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শেয়ার করুন
সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন1 comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।
আগস্ট ০৩, ২০২২ ১১:৫৫ PM
শ্রীবরদী উপজেলার শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষে আপনাদের সু-পরিকল্পনার সফলতা কামনা করছি।