শামীমুল ইসলাম তালুকদার : জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবন করার অপরাধে এক মাদক সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত ওই মাদকসেবীর নাম মো. পলাশ মিয়া (৩৮)। সে বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি এলাকার মোশারফ হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী এ দন্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পুরাতন গরুহাটি এলাকায় অভিযান চালায়। অভিযানে হিরোইন সেবন করার সময় হাতে হাতে নাতে ধরা পড়ে মো. পলাশ মিয়া।
পরে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পলাশ মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। এক হাজার টাকা অনাদায়ে তাঁকে আরো সাত দিনের কারাদন্ড প্রদান করা হয়।
Bebsahi doren
উত্তরমুছুন