"বীর মুক্তিযোদ্ধা খন্দকার সিরাজুল আলমের দাফন সম্পন্ন"

S M Ashraful Azom
0
বীর মুক্তিযোদ্ধা খন্দকার সিরাজুল আলমের দাফন সম্পন্ন



: চট্টগ্রাম বায়েজিদ থানাধীন ২নং জলালাবাদ ওয়ার্ডের সাবেক কমিশনার, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ রাজনীতিবিদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর সহ- সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব খন্দকার ইরশাদুল আলম হীরার শ্রদ্ধেয় পিতা, বীর মুক্তিযোদ্ধা, কুলগাঁও মতোওয়াল্লী বাড়ী নিবাসী আলহাজ্ব খন্দকার সিরাজুল আলম ( শাহ আলম কমিশনার ) ৯ আগস্ট ২০২২ইং দুপুর ২ টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


উল্লেখ্য যে, তিনি চট্টগ্রাম কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, কুলগাঁও উচ্চ বিদ্যালয়, কুলগাঁও জমাদারপাড়া সরকারী প্রাাথমিক বিদ্যালয় ও ফকিরপাড়া শাহ হাবিবুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও কুলগাঁও জালালাবাদের অনেক রাস্তাঘাটের অন্যতম প্রতিষ্টাতা ছিলেন।

এছাড়া বটতলী কেন্দ্রিয় জামে মসজিদের দীর্ঘদিনের সাবেক মান্যবর সেক্রেটারি ছিলেন।


মরহুমের ১ম নামাজে জানাযা  ৯ আগস্ট মঙ্গলবার, রাত ১০.০০ ঘটিকায় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে এবং ২য় ও শেষ নামাজে জানাযা ১০ আগস্ট বুধবার, সকাল ১১.০০ টায় কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ ময়দানে অনুষ্ঠিত হয়।


জানাযায় অংশগ্রহন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক জনাব খোরশেদ আলম সুজন,  সিডিএ এর সাবেক চেয়ারম্যান জনাব আব্দুস সালাম, প্রবীণ আইনজীবি ইব্রাহীম চৌধুরী বাবুল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান,  জামেয়ার প্রবীণ আলেমেদ্বীন আবুল হাশেম শাহ সাহেব, সার্দান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিস বিভাগের প্রধান সৈয়দ জালাল উদ্দিন আযহারী, মাওলানা হাফেজ আনিসুজ্জামান আলকাদেরী,  পীরে তরিকত কাযী সাদেকুর রহমান হাশেমী, কাযী শাহেদুর রহমান হাশেমী, কাযী এরফানুর রহমান হাশেমী, মাওলানা সৈয়দ আজিজুর রহমান আলকাদেরী,  মাওলানা সৈয়দ হাসান আযহারী সহ বহু রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ  শিক্ষক-ছাত্র সমাজের নেতৃবৃন্দ  ও এলাকাবাসী।


নামাজে জানাযার ইমামতি ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মান্যবর সাবেক অধ্যক্ষ হযরতুল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। 

দু'দফা নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় বাহিনীর পক্ষ হতে গার্ড অব অনার প্রদান করা হয় এবং বটতলী কেন্দ্রিয় জামে মসজিদের পার্শ্বস্থ কবরস্থানে দাফন করা হয়।

আল্লাহ তা'আলার দরবারে ফরিয়াদ আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top