জামালপুর সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে টাকা দিয়েও চাকরি না পেয়ে মানববন্ধন করেছে চাকরি প্রার্থী ও স্বজনরা । ১৭ আগস্ট মেরুরচর শান্তিনগর বাজারে এই মানববন্ধন করেছে ভূক্তভোগিরা। বিএম কলেজের অধ্যক্ষ আব্দুস ছালামের বিরুদ্ধে চাকরি দেয়ার কথা বলে অর্থ গ্রহণের অভিযোগ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ভূক্তভোগি সেলিম মিয়া, রাজু মিয়া, দুলাল, শহিদুল্লাহ প্রমুখ। ফারাজীপাড়া বিএম কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম কলেজে বিভিন্ন পদে চাকরি দেয়ার নামে বিভিন্ন ব্যাক্তির নিকট থেকে ৫০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।
ভূক্তভোগিদের সেলিম মিয়ার অভিযোগ, চাকরির আশায় ১৭ বছর আগে জমি বিক্রি করে টাকা দিয়েছে। তিনি চাকরি কিংবা টাকা কোনটিই পাইনি। রাজু মিয়া বলেন, চাকরি দেয়ার জন্য টাকা নিয়ে ১৩ বছর আগে।
এখন তাকে হয়রানি করছে। এখন আমার চাকরির বয়স পেরিয়ে গেছে। দুলাল মিয়া বলেন, টাকা দিয়েও চাকরি না পেয়ে আমি ও আমার পরিবার নি:স্ব হয়ে মানবেতর জীবন যাপন করছি। ভূক্তভোগিরা অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবি করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।