উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুলের আন্ত:শ্রেণি ফুটবল প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় স্কুল ক্যাম্পাসে এই আন্ত:শ্রেণি ফুটবল ফাইনাল প্রতিযোগিতায় অষ্টম শ্রেনীকে ২-১ গোলে পরাজিত করে দশম শ্রেনী চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। অষ্টম শ্রেনীর পক্ষে ১ টি গোল করে আপন এবং দশম শ্রেনীর পক্ষে দুটি গোল করে সাগর ও অন্তর।
এ সময় স্কুলের বিভিন্ন শ্রেনীর প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করে। প্রধান অতিথি হিসেবে আন্তঃফুটবল খেলার উদ্বোধন করেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, আম্বিয়া সুলতানা, সোহেল রানা, আব্দুল আলিম, আব্দুল মমিন ও আইয়ুব আলী প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ছাত্রছাত্রীদের দৈহিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। প্রতি বছর স্কুল শিক্ষার্থীদের মাঝে এর গুরুত্ব তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা দরকার।
খেলা শেষে চ্যাম্পিয়ান দলের পক্ষে পুরস্কার গ্রহন করে রোহান। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করে দশম শ্রেনীর আরাফাত।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।