সেবা ডেস্ক : জামালপুরের ইসলামপুর উপজেলার রেল স্টেশনে অভিযান পরিচালনা করে ৪জন রেল টিকিট কালোবাজারিকে আটক করেছে জামালপুর ক্যাম্পের র্যাব-১৪।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল বুধবার বিকালে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলার ইসলামপুর থানাধীন ইসলামপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ডস্থ রেল স্টেশন সংলগ্ন বাধন ষ্টোর (মিজান মুদি দোকানের সামনে) এর সামনে অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেটসহ ০৪ (চার) জন কালোবাজারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আবু বক্কর (৬০), পিতা- মৃত কোমেজ উদ্দিন, সাং-বিলহাতিজা,থানা-মেলান্দহ, ২। আব্দুর রহিম (৬০), পিতা-মৃত ছৈমুদ্দিন, সাং-নটারকান্দা, থানা-ইসলামপুর, ৩। মোঃ মুসলিম (৩২), পিতা-মোঃ আব্দুল আলী, সাং-নটারকান্দা, থানা-ইসলামপুর, এবং ৪। মোঃ বিল্টু (৪২), মৃত রশিদ দর্জি, সাং-নটারকান্দা, থানা-ইসলামপুর, সর্বজেলা-জামালপুর এবং উক্ত আসামীগণের নিকট হতে ট্রেনের টিকেট-৪৭ টি, নগদ-৩,৮০০/- টাকা এবং ০৩ (তিন) টি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টিকেটের মূল্য - ১৩,২৯২/- (তের হাজার দুইশত বিরানব্বই) টাকা।
এ ধরণের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।