জামালপুর প্রতিনিধি : জামালপুরে আটটি পরিবারের চলাচলের রাস্তায় খুটি পুতে ও ঘর তুলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার ঝাউলা শানখোলা এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসা আটটি পরিবারের যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদের প্রতিবেশী মৃত বাহেজ আলীর ছেলে ট্রাক চালক মো: রাজ মাহমুদ (৫৫)।
ভূক্তভোগী পরিবারের সদস্য সুলতান আহমেদ, শিবলী সাদিক, সাইফুল ইসলাম জানান, ৫০ বছর ধরে তারা এই রাস্তা দিয়ে চলাচল করে আসছেন।
গত ২১ সেপ্টেম্বর বুধবার বিকেলে হঠাৎ রাস্তার মাঝখান দিয়ে খুটি পুতে, গাছ রোপন করে ও ঘর তুলে ওই রাস্তা দিয়ে স্বাভাবিক চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিবেশী মো: রাজ মাহমুদ ও তার পরিবার।
এতে করে যানবাহন ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাতায়াত করতে পারছে না ওই পরিবারের সদস্যরা। এছাড়াও বিভিন্নভাবে তারা হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করছে। তবে প্রতিবেশী মো: রাজ মাহমুদ রাস্তায় প্রতিবন্ধকতার ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে পুলিশের এএসআই মো: আনোয়ার জানান, ভূক্তভোগী পরিবারের পক্ষে মো: আব্দুল ওয়াহাব (৬২) জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।