কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর বারোটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে, কৃষি অফিস চত্বরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিমের সভাপতিত্বে বীর ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল ইসলাম, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী প্রমুখ। কাজিপুর উপজেলার ৩৬০ জন্য কৃষকের মাঝে (প্রতিজনকে) ৫ কেজি মাসকালাই ও ১০ কেজি সার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সাংবাদিক টি এম কামাল, কৃষি অফিসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, কৃষকগণ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।