সেবা ডেস্ক : চট্টগ্রাম লোহাগাড়া থানাধীন পদুয়া ইউনিয়নের ছগিরাপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব আব্দুল কাদের আজ বুধবার সকাল ১১ টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এক স্ত্রী, চার পুত্র ও তিন কন্যা এবং অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান।
তিনি ছগিরাপাড়ার ঐতিহ্যবাহী সংগঠন হযরত ইমাম হাসান হোসাইন ( রাদ্বিয়াল্লাহু আনহুমা) একতা সংঘের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ তৌহিদুল ইসলামের শ্রদ্বেয় পিতা।
তাঁর ইন্তেকালে ছগিরাপাড়ার ঐতিহ্যবাহী সংগঠন হযরত ইমাম হাসান হোসাইন একতা সংঘ গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন জানান।
একতা সংঘ পরিবার আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রফয়ে দরাজাত, মাগফিরাত ও নাজাত কামনা করেন।
উল্লেখ্য যে, আজ বাদে এশা মরহুমের নামাজে জানাজা ছগিরাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হবে এবং মসজিদ পার্শ্বস্থ কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।