দুর্গাপূজা উপলক্ষে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় ও সমন্বয়সভা

S M Ashraful Azom
0

 : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কাজিপুর থানা পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারটায় কাজিপুর সদর ইউনিয়ন পরিষদে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

দুর্গাপূজা উপলক্ষে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় ও সমন্বয়সভা



 কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে। শারদীয় দুর্গাপূজা আমরা সবাই মিলে কাজিপুরে উপভোগ করি।কাজিপুরের মানুষ এখনো সম্প্রীতির এবং সাংস্কৃতিক বন্ধনে অটুট। এখানে সব ধর্মমতের লোকজনই তাদের নিজস্ব উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারে। এবারও পূজোয় তার ব্যতিক্রম হবেনা ইনশাল্লাহ।

 সভাপতির বক্তব্যে ওসি শ্যামল কুমার দত্ত বলেন, বাংলাদেশের সকল ধর্মমতের মানুষের সম্প্রীতির বন্ধন অনেকদিনের। তাই অসংকোচে আমরা অন্যের ধর্মের আচার অনুষ্ঠানকে মেনে নেই। একে অপরকে সহযোগিতা করি। আশা করি এবারও নির্বিঘ্নে কাজিপুরের ২০ টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে কাজিপুর পূজা উদযাপন কমিটি, মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সদস্যগণ অংশ নেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, ইসলামী ফাউন্ডেশন কাজিপুর শাখার ফিল্ড সুপারভাইজার শাহিন সরকার, হিন্দ বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের কাজিপুর শাখার সভাপতি অধ্যাপক পরিমল কুমার তরফদার, কাজিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল কুমার ভৌমিক প্রমূখ।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top