নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক আলোচিত জামালপুর এর নিজস্ব প্রতিবেদক এবং দৈনিক আলোচিত সকালের সম্পাদক মাসুদুর রহমান।
৩০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার কচি-কাচা ভবনে এস আর মাল্টিমিডিয়ার আয়োজনে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রকৌশলী জাহিদুল ইসলাম সেলিম ,চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা তাকে সম্মাননা প্রদান করেন ।
মাসুদুর রহমান জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চর ধানাটা গ্রামে ১৯৯৭ সালের ২১ অক্টোবর জন্ম গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি বিভিন্ন জাতীয় পত্রিকা ও বাংলা টিভি এবং মুভি বাংলা টিভিতে কর্মরত ছিলেন।
এসআর মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সাহাব উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে চলচ্চিত্র অভিনেত্রী রেহেনা জলি, চলচ্চিত্র অভিনেত্রী রেবেকা, চলচ্চিত্র অভিনেত্রী কামরুন্নাহার আন্না, বাংলাদেশ আওয়ামীলীগ ধর্ম উপ কমিটির সদস্য আব্দুর রাজ্জাক,শাহদত হোসেন ভুইয়া সেলিম প্রমুখ উপস্থিত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক, সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী, মডেল, অভিনেতা, অভিনেত্রী ও বিভিন্ন মিডিয়া ব্যাক্তিত্বসহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।