কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের আয়োজনে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে শেখ হাসিনার রাজনৈতিক জীবনী নিয়ে বিশেষ আলোচনা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মু. নাসির উদ্দিন মিয়া।
আলোচনা সভায় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কাজীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, কলেজের সাবেক জিএস আব্দুল মুকিত তালুকদার প্রমুখ।
আলোচনা শেষে কেক কাটা ও আনন্দ র্যালির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। এর আগে কলেজ চত্বরে শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।