সাংবাদিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে:ধর্ম প্রতিমন্ত্রী
🕧Published on:
লিয়াকত হোসাইন লায়ন : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান বলেছেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই গণমাধ্যম কর্মীরা মুক্ত স্বাধীনভাবে কাজ করছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনসহ তাদের জীবন মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণে বেশ আন্তরিক। দেশের গণমাধ্যম কর্মীরা ভালো থাকলে, সংবাদ মাধ্যম ভালো থাকে, দেশে গণতন্ত্র সুসংহত হয় এবং দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হয়। সেই লক্ষ্য নিয়ে গণমাধ্যমের উন্নয়ন ও সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে সরকার।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুর প্রেসক্লাব ভবনের সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রেসক্লাবের সভা কক্ষে আয়োজিত সভায় পৌর মেয়র আব্দুল কাদের সেখ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হাসান রুমান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ,রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিমুল হক, এম এ সামাদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস প্রমূখ বক্তব্য রাখেন।
প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় অন্যানের মধ্যে সাংবাদিক হালিম দুলাল,ফিরোজ খান লোহানী, কোরবান আলী, আব্দুস সামাদ,শফিকুর রহমান শিবলী বক্তব্য রাখেন।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জণপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।