রাসেল রানা : জামালপুরের বকশীগঞ্জ নামাজ পড়তে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন বাহাজ উদ্দিন (৮৫) নামে এক ব্যক্তি।
২৪ সেপ্টেম্বর শনিবার সকালে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাহাজ উদ্দিনের বাড়ি বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে।
ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাতে বাড়ির পাশে একটি মসজিদে এশার নামাজ পড়তে যান বাহাজ উদ্দিন। পরে আর তিনি বাড়ি ফেরেন নি। রাতভর খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।
সকালে স্থানীয় মুসল্লিরা আবদুল জলিল এর পুকুরে বাহাজ উদ্দিনের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সম্ভবত পা পিছলে পুকুরে পড়ে গিয়েছিলেন তিনি এবং পুকুরটি গভীর হওয়ায় তিনি আত্মরক্ষা করতে পারেন নি।
বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, পরিবারের আপত্তি না থাকায় বাহাজ উদ্দিনের লাশ দাফনের জন্য বলা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।