ঘাটাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

S M Ashraful Azom
0

 : ব্যপক উৎসাহ,উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার ১২তম ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা সভাপতি ও রামপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান আলী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

ঘাটাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত



 রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষক সমিতির কার্যালয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৬৭০ ভোটারের মধ্যে ৬৬২জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। 


নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীকারী ৩ প্রার্থীর মধ্যে জীবুন নেছা ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  নিকটতম প্রতিদ্বন্দী খন্দকার তাহাজ্জত হোসেন পেয়েছেন ২৯৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩ জনের মধ্যে মোহাম্মদ হাসান আলী ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দী মো: জহুরুল হক শামীম পেয়েছেন ২১৩ ভোট। 


সহ-সভাপতি পদে ১০ জনের মধ্যে নির্বাচিত ৫জন তারা হলেন, মোহাম্মদ আব্দুস সালাম ৪৪৪ ভোট, মোহাম্মদ হারুন অর রশিদ ৩৩৮,শেখ মো: রফিকুল ইসলাম ৩৭০,মোহাম্মদ হায়াৎ মাহমুদ খান ৩১১, ,মো: আব্দুল হালিম ভোট ২৮৫ পেয়ে নির্বাচিত হয়েছে।  


যুগ্ম সম্পাদক পদে ৩ জনের মধ্যে ২ জন নিবাচিত হয়েছেন তারা হলেন, মো: নূরুজ্জামান মিঞা ৪৪১, আব্দুল মমেন হোসেন ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে মো: আব্দুল্লাহ আল মাহবুব ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দী মো: বিপ্লব হোসেন  পেয়েছেন ২৯১ ভোট।


কোষাধক্ষ পদে মো: আলাল হোসেন ৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী রুহুল আমীন তাং ৩১৭ ভোট। 

দপ্তর সম্পাদক পদে মো: এনামুল হক ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী মো: সাইদুল ইসলাম পেয়েছেন ৩১১ ভোট। 

মহিলা সম্পাদিকা পদে বেবী সুলতানা ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী নূরুন্নাহার পেয়েছেন ২৬৮ ভোট। 

বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা হলেন, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক মো: আব্দুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আনিছুর রহমান। 


নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান । 


সহকারী রির্টানিং অফিসারে দায়িত্ব পালন করেন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।  


নির্বাচিত পরিচালনা পরিষদ কমিটির  আহবায়ক ছিলেন, আতাল শিমুল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: বাবর হোসেন চৌধুরী, সদস্য মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু হানিফ খান, ব্রাক্ষণ শাসন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মো: আ: আজিজ,ঘাটাইল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান, গলা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আ: লতিফ। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top