উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
🕧Published on:
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উল্লাপাড়া উপজেলা শাখার ৫১ সদস্যে বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর অনুমোদন হওয়া পূর্ণাঙ্গ কমিটির তালিকা সোমবার সকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো হয়।
গত ২৩ জুলাই উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সুজিত ঘোষকে সভাপতি ও রতন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত কর্মকার রাম, মদন কুমার কর্মকার, কৃষ্ণ গোপাল কুন্ডু, গণেশ চন্দ্র দত্ত, বিপ্লব কুমার বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক রাম চন্দ্র সাহা, বাবলু কুমার রায়, কোষাধ্যক্ষ জীবন কুমার সাহা, সহ-কোষাধ্যক্ষ অরুণ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক সাধন কুমার সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক অন্তর কুমার দেব, দপ্তর সম্পাদক ডাঃ সুমন নন্দী, সহ-দফতর সম্পাদক সুমন কুন্ডু, প্রচার সম্পাদক সুব্রত চাকী বাপ্পি, সহ-প্রচার সম্পাদক সুব্রত ঘোষ, গণ সংযোগ সম্পাদক অসীম সরকার, সহ- গণ সংযোগ সম্পাদক কমল কুমার কুন্ডু, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক রতন কুমার সাহা, সহ গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক পরিমল বসাক, সাংস্কৃতিক সম্পাদক রতন কুমার দেব, সহ- সাংস্কৃতিক সম্পাদক সমির কুমার কুন্ডু, সমাজ কল্যাণ সম্পাদক সুব্রত কুমার সাহা, সহ-সমাজ কল্যাণ সম্পাদক বলরাম শীল, আইন বিষয়ক সম্পাদক জীবন পান্ডে, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষক সম্পাদক সঞ্জয় দাস, মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী গুপ্তা, পূজা বিষয়ক সম্পাদক মহল লাল সুত্রধর, সহ-পূজা বিষয়ক সম্পাদক রাম কৃষ্ণ দত্ত সহ কার্যকরী সদস্য ২০ জন রয়েছেন কমিটিতে।
সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ আগামী দুই বছরের জন্য উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটিকে গত ০৮ সেপ্টেম্বর -২০২২ ইং তারিখে অনুমোদন দেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।