মনিরুজ্জামান লিমন : জামালপুরের বকশীগঞ্জে “জলাতঙ্ক:মৃত্যু আর নয়,সবার সাথে সমন্বয়” প্রতিপাদ্য নিয়ে বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল, সিডিসি এর আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, পরিসংখ্যানবিদ আব্বাস আলী, ব্যবসায়ী আবদুল হামিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছানুজ্জামাস সজিব, ইপিআই কর্মকর্তা রমজান আলী, আওয়ামী লীগ নেতা জুয়েল হাজারী সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
র্যালি শেষে দিবসটির ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।