শফিকুল ইসলাম : স্থানীয় জনতার সহযোগিতায় নারী দেহব্যবসায়ী (৩২) কে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের ¯øইজগেট নামক স্থানে মোসলেম উদ্দিনের তিনতলা ভবনে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। ওই নারী পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে মোসলেম উদ্দিন দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের নিয়ে এসে তার বাসায় দেহব্যবসা চালিয়ে আসছে। এবিষয়ে প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ওই এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে। শুক্রবার নারী দেহব্যবসায়ী সিএনজি যোগে মোসলেম উদ্দিনের বাড়িতে উঠে। বিষয়টি স্থানীয়দের মাঝে সন্দেহ হলে মোসলেম উদ্দিনের তিনতলা বাড়িটি ঘেরাও করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গেটের তালা ভেঙ্গে ৩ তলা ভবন থেকে নারীকে আটক করে থানায় আনে। অপর দিকে মোসলেম উদ্দিন নরাী দেহ জুয়া ও মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘদিন থেকে।
চর রাজিবপুর থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, স্থানীয়দের মধ্যে কেউ বাদী হলে মামলা নিবো। কেউ বাদী না হওয়ায় ১৫৪ ধারায় তাকে ৩০ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।