জামালপুর র‌্যাবের অভিযানে জাল সার্টিফিকেট প্রস্তুতকারী আটক

S M Ashraful Azom
0

: জামালপুরের সদর থানাধীন এলাকার বর্ণমালা অফসেট প্রেস এন্ড ডিজিটাল প্যানা প্রিন্ট নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট প্রস্ততকারীকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প।

জামালপুর র‌্যাবের অভিযানে জাল সার্টিফিকেট প্রস্তুতকারী আটক



 র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল শনিবার পৌনে পাঁচটার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন দিকপাইত কলেজ রোডস্থ বাংলালিংক টাওয়ার সংলগ্ন দক্ষিণ পাশে ধৃত আসামীর বর্নমালা অফসেট প্রেস এন্ড ডিজিটাল প্যানা প্রিন্ট নামক দোকানের ভিতরে অভিযান পরিচালনা করে আসামী মীর মোশাররফ হোসেন (৪৬), পিতা- মৃত মীর আঃ মান্নান, সাং-ভবানী সাউনিয়া, থানা-জামালপুর সদর, জেলা-জামলপুরকে গ্রেফতার করে। উক্ত আসামীর হেফাজত হতে জাল সার্টিফিকেট-০২টি, লেমিনেটিং মেশিন-০১ টি, স্ক্যানিং প্রিন্টার মেশিন-০১টি, সিপিইউ-০১টি, মনিটর-০১টি, কী-বোড-০১টি, মাউস-০১টি, পাওয়ার ক্যাবল-০৬টি, নগদ-৮০০/-টাকা, মোবাইল সেট-০১ টি (সীমসহ) সহ উদ্ধার করা হয়।। 


গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ তার দোকানে জাল সার্টিফিকেট প্রস্তুত করে আসছিল।  উক্ত বিষয়ে ধৃত আসামী বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top