মাহতাব বিল্লাহ তানি : জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (২৮ নভেম্বর) বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে মুহাম্মদ বাকী বিল্লাহ আবারও সভাপতি মনোনীত হয়েছেন। তবে পরিবর্তন এসেছে সাধারণ সম্পাদক পদে। বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এবার সাধারণ সম্পাদক পদ পেয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে জেলা আওয়ামী লীগের পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর তিনি আগামী তিন বছরের জন্য নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী এবারও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। তাঁকে নতুন কমিটিতে সহসভাপতি মনোনীত করা হয়েছে।
২০১৫ সালের ২০ মে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। প্রায় সাড়ে সাত বছর পর আজ সম্মেলন হলো।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।