কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি : পড়ালেখার অদম্য ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তিনজন জনপ্রতিনিধি এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
সোমবার ঘোষিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন শুভগাছা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মোমিন মিয়া. সোনামুখী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য আনোয়ার মুন্সী পেয়েছেন ৩.৫০ এবং একই ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য মায়া খাতুন ওরফে মলি খাতুন পেয়েছেন জিপিএ-৪.৯৬।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। তিনি জানান, পড়ালেখার ইচ্ছে থাকলে বয়স কোন বিষয় নয়। তিনজন জনপ্রতিনিধি তা প্রমাণ করলেন। অভিনন্দন তাদের।
জনপ্রতিনিধি দুই সন্তানের জনক আনোয়ার মুন্সী জানান. নানা কারণে পড়াশোনা শেষ করতে পারিনি। তাই একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। পাস করে ভালো লাগছে।
দুই সন্তানের জননী মায়া ওরফে মলি খাতুন পাঁচগাছি গ্রামের ছোট বাবুর স্ত্রী। তার দশ ও সাত বছরের দুইটি সন্তান রয়েছে। মলি জানান, আগে পড়তে পারিনি। তাই কারিগরি স্কুলে ভর্তি হয়েছিলাম। পাস করে ভালো লাগছে।
সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান জানান, আমার পরিষদের দুইজন সদস্য এসএসসি পাস করেছে শুনে ভালো লাগলো।তারা পড়ালেখার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করলেন। অভিনন্দন তাদের।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।