বকশীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ১৬৮তম শাখা উদ্বোধন
🕧Published on:
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে আইএফআইসি ব্যাংক লি: এর ১৬৮তম নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ১২ টায় উত্তর বাজার সৌদিয়া হাউজে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
নতুন শাখা ব্যবস্থাপক এসএম ইকরামুল আমিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ব্যাংকের উপ মহাব্যবস্থাপক গীতাংক দত্ত, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, ব্যাংক ম্যানেজার অ্যাসোসিয়েশন এর সভাপতি আনোয়ার হোসেন ফুয়াদ, সাধারণ সম্পাদক আহসানুল হামিদ, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ , ভবন মালিক আব্দুল ওয়াদুদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক এসএম ইকরামুল আমিন স্থানীয় ব্যবসায়ী সহ সকলের সহযোগিতা কামনা করেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।