বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের নবগঠিত বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারকে অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনকালে উপজেলা জাতীয় পার্টির সভাপতি একেএম হামিদুল্লাহ ও সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আঃ ছামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আকরামুল হক, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা জাতীয় পার্টির শ্রম বিষয়ক সম্পাদক আবদুল কাদের পেট্রোল, বাট্টাজোড় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাপা নেতা ইসলাম মিয়া, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি খোকন আকন্দ সহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।