মাঠ না থাকায় খেলা থেকে বঞ্চিত কমলমতি শিক্ষার্থী

S M Ashraful Azom
0

 : মাঠ না থাকায় খেলা থেকে বঞ্চিত হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ধুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। পাশাপাশি বিদ্যালয়ের ভবন সংলগ্ন বড় একটি পুকুর থাকায় ঝুকিতে রয়েছে ওই সব শিক্ষার্থী। ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। 

মাঠ না থাকায় খেলা থেকে বঞ্চিত কমলমতি শিক্ষার্থী



 শনিবার সরেজমিনে গিয়ে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমিতে স্থাপিত হয়। ১৯৯২ সালে সরকারি শিক্ষানীতিমালা অনুয়ায়ী বিদ্যালয়টি রেজিস্ট্রেশনভুক্ত হয় এবং ২০১১ সালে জাতীয়করণ করণ করা হয়। 

বিদ্যালয়ের ভবন, শিক্ষক কর্মচারিসহ অন্যান্য সকল সুবিধা থাকলেও মাঠ নির্মাণ করা হয়নি। 

খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা উপজেলা পর্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, শেখ রাশেল, বঙ্গবন্ধু গোল্ডকাপসহ সকল প্রতিযোগীতায় অংশ গ্রহণ করত পারছেন না। 

সারা দেশে শিক্ষাখাতে উন্নয়নের ছুয়া লাগলেও রাজিবপুর সদর ইউনিয়নের ধুলাউড়া বিদ্যালয়ে কোন উন্নয়নের ছুয়া লাগেনি। 

অপর দিকে বিদ্যালয়ের ভবনের সামনে পুকুর থাকায় শিক্ষার্থীরা জীবনের ঝুকিনিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে এবং যে কোন সময়ে বড় ধরনের দূর্ঘনার শিকার হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকগণ মাঠের জায়গা নির্দ্ধারন, জমি সংক্রান্তা জটিলতাসহ সকল সমস্যা নিরসন করে কোমলমতি শিক্ষার্থীদের জন্য পুকুরে মাটি ভরাট করার দাবী জানান এলাকাবাসি।

ধুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী আক্তার বলেন, ভবনের সমানে কোন মাঠ না থাকায় শিক্ষার্থীরা খেলা থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয় দফায় দফায় উপজেলা প্রশাসনকে জানিয়েছি।

রাজিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, খেলার মাঠ বিষয়ে উপজেলা সমন্বয় সভায় এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত ভাবে জানাবো।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top