সেবা ডেস্ক : ভা’রতীয় সিনেমা’র পরিচিত মুখ ফ্লোরা সাইনি। তেলেগু সিনেমা’র মাধ্যমে রুপালি জগতে পা রাখেন এই অভিনেত্রী। তা’রপ’র নাম লেখান তামিল, কন্নড় ও হিন্দি ভাষা’র সিনেমায়।
অভিনয় কেরিয়ারে পঞ্চাশে’র অধিক সিনেমায় কাজ করেছেন। উপহা’র দিয়েছেন আলোচিত বেশ কয়েকটি ওয়েব সিরিজও। ব্যক্তিগত জীবনে প্’রযোজক গৌরাঙ্গ দোসি’র সঙ্গে প্রেমে’র সম্পর্কে জড়িয়ে একাধিকবা’র খবরে’র শিরোনাম এসেছেন ফ্লোরা। তাঁরা লিভ-ইন ক’রতেন। ২০০৭ সালে গৌরাঙ্গে’র সঙ্গে ফ্লোরা’র সম্পর্ক চূড়ান্ত ‘রকমে’র তিক্ততায় পৌঁছায়। এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ‘গন্দী বাত’খ্যাত এই নায়িকা।
ঘটনা’র বর্ণনা দিয়ে ফ্লোরা বলেন, ‘বম্বেতে আমি আমা’র মায়ে’র সঙ্গেই থাকতাম। কিন্তু আমা’র প্রাক্তন প্রেমিকে’র কা’রণে বাড়ি ছাড়ি। কা’রণ সে চাইছিল তা’র সঙ্গে থেকে যেন আমি আমা’র ভালোবাসা’র প্’রমাণ দিই। আমা’র মা আমাকে বাড়ি ছাড়তে বা’রণ করেছিলেন। এজন্য তিনি আমা’র কাজকেও ঘৃণা ক’রতেন; তবু মায়ে’র কথা শুনিনি।’ প্রেমিক গৌরাঙ্গে’র সঙ্গে লিভ-ইন শুরু’র কিছু দিনে’র মধ্যে ঘটে বিপত্তি। ফ্লোরা বলেন, ‘শুরুতে গৌরাঙ্গ দোসি খুবই ভালো ছিল। এতটাই ভালো ব্যবহা’র করেছিল যে, আমা’র বাবা-মাও তা’র আচ’রণে বোকা বনে গিয়েছিলেন। ধীরে ধীরে তা’র আসল রূপ বে’র হতে শুরু করে। আমি বাড়ি ছেড়ে তা’র সঙ্গে থাকতে শুরু করা’র এক সপ্তাহে’র মধ্যে আমাকে মা’রধ’র করে গৌরাঙ্গ। আমি বুঝতে পা’রছিলাম না গৌরাঙ্গ কেন আমাকে মা’রধ’র ক’রছে; আমা’র দৃষ্টিতে সে খুবই ভালো মানুষ ছিল।’
সম্পর্ক খারাপ হওয়া’র কা’রণে গৌরাঙ্গে’র বাড়ি থেকে চলে যাওয়া’র সিদ্ধান্ত নেন ফ্লোরা। কিন্তু গৌরাঙ্গ তা’র মোবাইল ফোন কেড়ে নেন। অভিনেত্রী বলেন, ‘এ অবস্থায় আমা’র বাবা-মাও গৌরাঙ্গে’র বাড়িতে থাকতে বা’রণ করেন। আ’র আমিও বাবা-মায়ে’র কাছে ফিরে যেতে পা’রছিলাম না। কা’রণ সেচ্ছায় বাবা-মায়ে’র বাড়ি ছেড়েছিলাম। এদিকে গৌরাঙ্গ আমা’র ফোন কেড়ে নেয়; যাতে আমি কাউকে ফোন ক’রতে না পারি। আমাকে মা’রধ’র ক’রতো; আ’র আমিও ভাবতাম এটা আমা’রই দোষ। পরিস্থিতি এমন ছিল যে, কথা বলতে গেলেই আমাকে দোষারোপ ক’রত। আ’র তা’র প্’রতিক্রিয়ায় মা’রধ’র ক’রত।’ ফ্লোরাকে হত্যা’র হুমকি দিয়েছিল গৌরাঙ্গ। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘এক রাতে গৌরাঙ্গকে বলি, আমা’র বাবা-মা কখনো আমাকে মা’রধ’র করেনি। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তা’রপ’র ব্যাগপত্’র গুছিয়ে লিফটে’র কাছে চলে যাই। সে লিফট পর্যন্ত এসে আমাকে হুমকি দিয়ে বলে— আমি ১০ পর্যন্ত গুনব, যদি ফিরে না আসো তাহলে তোমাকে ও তোমা’র বাবা-মাকে খুন ক’রব।’
‘আরেক রাতে আমাকে এতটাই মেরেছিল যে, চোয়ালে’র হাড় ভেঙে গিয়েছিল। গৌরাঙ্গ তা’র বাবা’র ছবি বে’র করে কসম করে বলে, আজ রাতেই আমি তোমাকে খুন ক’রব। আমাকে হুমকি দিয়ে গৌরাঙ্গ তা’র বাবা’র ছবিটি রাখা’র জন্য অন্য ঘরে যায়। আ’র ওই সময়ে আমি পালিয়ে মায়ে’র কাছে চলে যাই; সিদ্ধান্ত নিই আ’র কখনো ওই বাড়িতে ফি’রব না।’ বলেন ফ্লোরা। এ ঘটনা’র প’র গৌরাঙ্গ’র বিরুদ্ধে মামলা করেন ফ্লোরা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘পরে’র দিন সকালে বাবা-মাকে নিয়ে থানায় যাই। কিন্তু পুলিস মামলা না নিয়ে তারা গৌরাঙ্গে’র সঙ্গে ফোনে কথা বলে, উল্টো পুলিশকে গৌ’রঙ্গ বলে, ‘মামলা ক’রতে আমি থানায় আসব।’ সর্বশেষ বিকাল বেলায় পুলিশ আমাদে’র লিখিত অভিযোগ গ্’রহণ করেন।’
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।