ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
🕧Published on:
সেবা ডেস্ক : ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মান, জলবায়ু পরিবর্তন ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেক মোকাবেলায় যুব সমাজের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
চট্টগ্রামের আমান বাজার জয়নব ক্লাবস্থ মাঠে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয় এর সভাপতিত্বে পরিচালক শরিফ খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান ২৬ই জানুয়ারি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনুচ, প্রধান বক্তা ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, উদ্ভোধক ছিলেন বায়েজিদ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাঈন উদ্দিন চৌং, বিশেষ বক্তা হিসেবে উপস্তিতি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল আজিম রনি।
বিশেষ অতিথি হিসেবে অতিথি ছিলেন হোটেল জামানের পরিচালক শাহ আলম, ড্রীম টাচের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন, মা ও বাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান রুকনুজ্জামান, লায়ন সিজারুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা যুবলীগের সেক্রেটারি অধ্যাপক নাজমুল হুদা মনি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতাআব্দুল্লাহ আল তানিম, রাকিবুল ইসলাম সেলিম, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা রেজাউল আলম রিপন, যুবলীগ নেতা আরাফাতুল করিম, ফয়সাল, মো ইসমাইল, রিফাত আলা উদ্দিন, মহানগর ছাত্রলীগের উপ-ধর্ম সম্পাদক এম আর রিদয়, ছাত্রলীগের নেতা কৃষ্ণ কুমার, নানটু দাশ, মো রিপন, রিদয়, সীহাব উদ্দিন, ইনতিজার জাহান ইফতু, শাওন প্রমুখ।
ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার পরিচালিত স্কুলের হতদরিদ্র শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির সার্বিক সহযোগিতা প্রদানসহ।
৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও জলবায়ু পরিবর্তনে জনসাধারণের অংশগ্রহণ অতিব জরুরি। রাষ্ট্রীয় উন্নয়নে এবং যুব শক্তিকে সম্পদে রুপান্তর করতে হবে। সামাজিক কাজে সকলকে অংশগ্রহণ করাতে হবে।
মুক্তিযুদ্ধের আর্দশ ধারণ করে এগিয়ে যেতে হবে। সৎ ইচ্ছা শক্তির জাগরণের যাত্রায় ইচ্ছার সকল কাজে একমত পোষণ করে ইচ্ছার মাধ্যমে সকল মহতি সামাজিক কাজে অতিথিবৃন্দ অংশগ্রহনে আশা ব্যক্ত করেন বক্তরা।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।