ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে কাজে যাওয়ার সময় ড্রাম ট্রাক চাপায় বাকপ্রতিবন্ধী এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় ঘাটাইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে মো. সোহাগ (২৫)। তিনি রাজমিস্ত্রি সহকারি হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, সোহাগসহ পাঁচজন ভ্যান যোগে কাজে যাওয়ার সময় শাপলা শিশু পার্কের সামনে পৌঁছলে অপর দিক থেকে আসা ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগ নিহত হন। আহত অবস্থায় অপর চারজনকে চিকিৎসা দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার এসআই মো. হাফিজ জানান, লাশের সুরতহাল করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।