ঘাটাইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
🕧Published on:
ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) দিন ব্যাপী বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম খান হেস্টিংস এর সভাপতিত্বে এসময়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক প্রকৌশলী আব্দুল খালেক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন তালুকদার , ঘাটাইল সরকারি জি বি জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক অধীর চন্দ্র সাহা, মমরেজ গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এনায়েত করিম, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর শিকদার সহ বিদ্যালয়ের পরিচালনার পরিষদের সদস্য,গণ্যমান্যব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক/শিক্ষিকা ছাএ ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিতঅতিথিরা।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।