নন্দীগ্রামে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে আহত শ্রমিকের মৃত্যু
🕧Published on:
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ওয়েল্ডিং ওয়ার্কসপ দোকানে কেমিক্যালের ড্রাম কাটার সময় বিস্ফোরণে আহত শ্রমিক হেলাল উদ্দিন (২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সে উপজেলার সিংজানী গ্রামের মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে। গত রবিবার বিকালে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় জাহাঙ্গীর ওয়েল্ডিং ওয়ার্কসপ দোকানে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, কুন্দারহাটে জাহাঙ্গীরের ওয়েল্ডিং ওয়ার্কসপ দোকানে কাজ করছিলেন হেলাল উদ্দিন। সিংজানী গ্রামের শামীম নামের একজন কেমিক্যালের ড্রাম কেটে নেওয়ার জন্য ওয়েল্ডিং ওয়ার্কসপে যায়। শ্রমিক হেলাল ড্রাম কাটতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরিত ড্রাম প্রায় ৫০ গজ দূরে গিয়ে পড়ে। এসময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুরুতর আহত হন হেলাল। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।