পাররামরামপুর ইউপি চেয়ারম্যান জেকে সেলিম কারাগারে

🕧Published on:

: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া ওরফে জেকে সেলিমকে কারাগারে পাঠিয়েছে জামালপুরের আদালত।

পাররামরামপুর ইউপি চেয়ারম্যান জেকে সেলিম কারাগারে



 গত সোমবার বিকেলে জামালপুরের আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। 


জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর খেওয়াঘাট এলাকায় ২০২২ সালের ১১ জুলাই নাদের হোসেনের ছেলে পেরিরচর গ্রামের হয়রত আলীর পরিবারের সঙ্গে মারামারি ও অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

এ ঘটনায় নাদের হোসেনের ছেলে হয়রত আলী বাদী জামালপুরের বকশীগঞ্জে সিআর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। 


মামলায় দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া ওরফে জেকে সেলিমসহ ২৪ জনকে আসামি করা হয়। 

পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিম ছিলেন মামলার ৭ নম্বর আসামি। 

ওই মামলায় ৩ জানুয়ারি পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিম জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। 

আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে। ফলে আদালতের নির্দেশে ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জেকে সেলিমকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।