কবিতা: গ্রন্থাগার কর্মী - মোঃ রকিব উদ্দিন ফকির

🕧Published on:

কবিতা  গ্রন্থাগার কর্মী - মোঃ রকিব উদ্দিন ফকির



 কর্ম আমার গ্রন্থাগারে

গ্রন্থাগারেই থাকা,

গ্রন্থ নিয়েই চলছে যে ভাই

আমার জীবন পেশা।


সেকেন্ড মিনিট ঘন্টা কাটে

একটা একটা গ্রন্থ হাতে,

গ্রন্থ ধরা গ্রন্থ পড়া

এটাই আমার প্রতি মুহূর্তের কাজ।


সকাল দুপুর সাঝেঁর বেলা

গ্রন্থ নিয়েই চলছে খেলা,

গ্রন্থ দেয়া গ্রন্থ নেয়া

এটাই আমার প্রতিদিনের কাজ।


অজস্র পথের চৌমাথায় দাঁড়িয়ে থাকা

হাজার পাঠকের হাজার জিজ্ঞাসা,

গ্রন্থ দিয়েই পথ দেখানো গ্রন্থ দিয়েই উত্তর খোঁজা

এটাই আমার কাজ।


গ্রন্থাগারেই কর্ম করি

মানব সেবায় জীবন গড়ি,

স্বার্থক আমার জীবন চলা 

স্বার্থক আমার কাজ।


কর্ম আমার গ্রন্থাগারে

গ্রন্থই আমার সাথী,

গ্রন্থ নিয়েই কাটছে জীবন

তাই গ্রন্থই ভালোবাসি।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।